স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়শূন্য থাকল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওয়েস্ট হ্যামের মাঠে হেরে গেছে এরিক টেন হাগের দল। ম্যাচটি ২-০ গোলে হেরেছে তারা। যে জয়হীনতায় ইউনাইটেড এখন পয়েন্ট তালিকার আট নম্বরে। ওয়েস্ট হ্যাম উঠে গেছে ছয়ে।
সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচে জয়শূন্য রইল ইউনাইটেড। এই চার ম্যাচের তিনটিতেই তাদের সঙ্গী পরাজয়। এমনকি এই চার ম্যাচে কোনো গোলও করতে পারেনি হাগের দল। এবারের লিগে এটি তাদের অষ্টম হার। ফলে শিরোপার দৌড় বেশ পিছিয়ে পড়েছে ম্যানচেস্টারের দলটি।
হতাশা ভুলে কঠিন সময়ে ক্লাবের সবার ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে মনে করেন কোচ এরিক টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘২০২৩ সালে আমরা লিগ কাপ জিতেছি, এফএ কাপের ফাইনাল খেলেছি, লিগে আমরা তৃতীয় ছিলাম। ভালো অনেক কিছু ছিল…কিন্তু এই মুহূর্তে আমাদের পারফরম্যান্স ভালো নয়। এর কারণ আছে, আমাদের অনেক খেলোয়াড় ইনজুরিতে আছে, তারা ফিরলে দল ভালো করবে। আমাদের শান্ত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিকল্পনায় লেগে থাকতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post