স্পোর্টস ডেস্ক:: যুব এশিয়া কাপ জেতা বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলছেন, বড় পরীক্ষা দিতে হবে বিশ্বকাপে। একবারের বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ, তারওপর টানা দ্বিতীয়বার এশিয়ার চ্যাম্পিয়ন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক তামিম দেশে ফেরার পরপরই তাই জানিয়েছেন, লক্ষ্য এবার বিশ্বকাপে ভালো করা।
সোমবার রাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী বাংলাদেশ দল দেশে আসে। বিমান বন্দরে বিসিবির কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। পরবর্তীতে কেক কেটে শিরোপা উদযাপন করা হয়।। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে এশিয়া জয়ের অপূর্ব গল্প শোনান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
এশিয়া ট্রফি পরিশ্রমের ফসল জানিয়ে তামিম বলেন,, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’
এশিয়ার সেরা ট্রফি দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন জানিয়ে অধিনায়ক আজিজুল হাকিম তামিম বলেন, ‘এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’
প্রবাসীদের সমর্থনের কথা উল্লেখ করে তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি।’
বাংলাদেশ যুবাদের লক্ষ্য এবার ২০২৬ যুব বিশ্বকাপ। অধিনায় তামিম বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০