নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। শনিবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে তারা ৪৯.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্কোর বোর্ডে জমা পায় ২৫৪ রানের। জবাবে ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৮ রান করে বাংলাদেশ। তাতে কিউইরা ৮৬ রানের জয় পায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে দলে ফেরা দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ-তামিম ইকবালের ব্যাট থেকে। মাহমুদউল্লাহ ৪৯ ও তামিম ৪৪ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ২১ রান আসে নাসুমের ব্যাট থেকে। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি। ৪টি চার ও ১টি ছক্কায় ৭৬ বলে ৪৯ রান করেন মাহমুদুল্লাহ। ৭টি চারে ৫৮ বলে ৪৪ রান করেন সাবেক অধিনায়ক তামিম।
ম্যাচ শেষে অধিনায়ক লিটন তামিম-রিয়াদের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘আমি বলতে চাই তাদের লোয়ার অর্ডার ব্যাটাররা ৪০-৫০ রান করেছে। আমাদের দুই সিনিয়র (তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদ) দারুণ ব্যাটিং করেছে বাকিদের পারফরম্যান্স ছিল গড়পড়তা। ৪০ ওভারের আগ পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। তাদের লোয়ার অর্ডার ভালো ব্যাটিং করেছে। উইকেট ব্যাট করার জন্য খুব একটা কঠিন ছিল না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post