স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা বেজে গেছে। ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে ঘিরে প্রায় সবগুলো দলই মাঠে নেমেছে অনুশীলনের জন্য। শনিবার প্রথমবারের মতো দলগত অনুশীলন করেছে দুর্দান্ত ঢাকা। আসরের নতুন ফ্র্যাঞ্চাইজিটিতে এবার খেলবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকতরা।
টুর্নামেন্টে দেশি ক্রিকেটারের তালিকা তুলনামূলক ভালো হলেও, বিদেশি তালিকায় খুব একটা বড় নাম নেই ঢাকার। শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমাই সবচেয়ে বড় বিদেশি দলটির জন্য। এর বাইরে সাইম আইয়ূব, উসমান কাদির, লাসিথ ক্রুসপল্লিরা আছেন।
কাগজে-কলমে খুব একটা শক্তিশালি দল নয় ঢাকা। তবুও দলকে নিয়ে আশাবাদী কোচ খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের প্রথম লক্ষ্যই নক আউটে যাওয়া। প্রথম চারের মধ্যে থাকাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। চ্যাম্পিয়ন ছেড়ে দিয়েছেন ভাগ্যের উপর।
গণমাধ্যমকে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘যখনই যে দল গড়ে, তখনই সে দল তার লক্ষ্য নিয়ে গড়ে। চ্যাম্পিয়ন তো সবসময়ই লক্ষ্য থাকে। যদি আমি বাস্তবতা দিয়ে চিন্তা করি তাহলে আমাদের যে শক্তি আছে, অবশ্যই প্রথম ধাপটা হচ্ছে নক আউটে যাওয়া, মানে সুপার ফোরে থাকা।’
‘প্রথম চারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন তো ভাগ্য লাগে, নক আউটে গিয়ে ভালো খেলেও প্রথম ম্যাচে হেরে যান তাহলে আউট। প্রথম লক্ষ্য সেমি ফাইনাল স্টেজে যাওয়া।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post