স্পোর্টস ডেস্কঃ এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল নিশ্চিতে ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। শুক্রবার সকালে ভারত ৯ উইকেটের বড় জয় পেয়েছে টাইগারদের বিপক্ষে। সেমিফাইনালে আগে ব্যাট করে ধুঁকতে থাকা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে পুঁজি পায় মাত্র ৯৬ রানের। লক্ষ্য তাড়া করতে নেমে দশম ওভারে জয় তোলে নেয় ঋতুরাজ গায়কোয়াডের। জায়গা করে এশিয়ান গেমসে আরেকটি স্বর্ণ পদক জয়ের দৌড়ে।
এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের। সাইফ হাসানরা শনিবার লড়বেন ব্রোঞ্জ পদকের জন্য। ম্যাচ হারের পর বাংলাদেশ অধিনায়ক ভালো খেলতে না পারায় দায় স্বীকার করেছেন। সাইফ বলেন, ‘আমরা আসলে ভালো খেলতে পারিনি। আমাদের ব্যাটিংটাও ভালো হয়নি। বোলিংটাও না।’
সাইফ আরও বলেন, ‘ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আসলে অল্প রান করে ভালো করা সম্ভব না। এই উইকেটে তারা কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে খেলেছিল। এরপর গেল দুইদিন উইকেট ঢাকা ছিল। বৃষ্টিও ছিল গুঁড়ি গুঁড়ি। সে কারণে উইকেট কিছুটা ড্যাম ছিল। আসলে আমাদের বোলিংটাও ভালো হয়নি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post