স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে আফগানিস্তান। রশিদ খানের দল প্রথম ম্যাচে উগান্ডাকে উড়িয়ে দেয়ার পর এবার নিউজিল্যান্ডকেও বড় ব্যবধানে হারিয়েছে। শনিবার সকালে ফজলহক ফারুকি ও রশিদের সামনে দাঁড়াতেই পারল না কিউইরা। মাত্র ৭৫ রানে অলআউট কেইন উইলিয়ামসনের দল ৮৪ রানের বিশাল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।
নিউজিল্যান্ডকে উড়িয়ে আফগান অধিনায়ক রশিদ বললেন, ‘আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি।’ ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি জানান, দারুণ দলীয় প্রচেষ্টার ফসল তাদের এই জয়। রশিদ বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি এটি, বিশেষ করে নিউ জিল্যান্ডের মতো বড় দলের বিপক্ষে। দারুণ দলীয় প্রচেষ্টা, শুধু বোলিং নয়, ব্যাটিংও। উইকেটে রান করা মোটেও সহজ ছিল না, ইব্রাহিম ও গুরবাজ দারুণভাবে শুরু করেছিল। ৭ থেকে ৯ ওভারের মধ্যে তারা কিছু ডট বল খেললেও নিজেদের উইকেট বিলিয়ে আসেনি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post