নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের বিপক্ষে ১২ রানের হার দেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসরে তিন ম্যাচ খেলে তিনটিতেই হার দেখলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এই হারকেও ছাপিয়ে আলোচনায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত।
ম্যাচে বরিশালের দেওয়া ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিজেদের ইনিংস গুরুত্বপূর্ণ সময়ে জাকের আলি অনিকের উইকেট হারায় কুমিল্লা। যা নিয়ে কেননা বিতর্ক দানা বাঁধে। ১৪তম ওভারে ইফতেখারের বলে এলবিডব্লিউর শিকার হন জাকের আলি অনিক। এরপর রিভিউ নেন জাকের।
এডিআরএসে স্পষ্টতই দেখা যায় বল পিচ হয়েছে লেগ স্টাম্পের বাইরে। নিশ্চিতভাবেই আউট ছিলেন না। কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্তই বহাল রাখেন। সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে এসময়। বিতর্কিত সিদ্ধান্ত মাথায় নিয়েই ৩ বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় ইনফর্ম ব্যাটার জাকেরকে।
ম্যাচের বিতর্কিত এই সিদ্ধান্ত নিয়ে কথা বলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাদের এই ব্যাপারে কিছুই করার নেই। হাত-পা বাঁধা আছে। কিছু বললেই সাসপেন্ড হয়ে যেতে পারেন। এছাড়া এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো মনে করেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘আমি শুরুতেই (টুর্নামেন্টের) বলেছি, দুই-একটা সিদ্ধান্তে আপনি ম্যাচটা হেরে যাবেন। সিদ্ধান্তগুলো যদি আরেকটু ভালো হয়, আরেকটু চিন্তা-ভাবনা করে দেয়, তাহলে ভালো। খালি চোখে যেটা আমরা দেখছি নট আউট, সেটা তৃতীয় আম্পায়ার আউট দিয়ে দিচ্ছে।
সালাউদ্দিন আরও বলেন, ‘কী করতে পারি? আমাদের তো কিছু করার নেই! আমরা মাঠে চিল্লাই এটা চান কী? এমনিই সাসপেন্ড করে দেবে, ঠিক আছে। যেহেতু খেলা চলছে, প্রতিবাদ করেও তো লাভ নেই। আমরা লিখিত দেব বা প্রতিবাদ করবো, সেটা করেও তো লাভ নেই। কোনো লাভ হবে না। হাত-পা বাঁধা, য হওয়ার তা-ই হবে আরকি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post