স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে সর্বকালের সেরা খেলোয়াড় কে? তর্কের খাতিরে অনেক নামই আসবে সামনে। কারো পছন্দ এবি ডি ভিলিয়ার্স, কারো আবার ক্রিস গেইল। কারোর মতে বিরাট কোহলি বা অন্য কেউ। তবে যাদেরকে সেরা মানা হয়, সেই এবি ডি ভিলিয়ার্সের চোখে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার কে?
সেই প্রশ্নের উত্তর মিলেছে। গেইল-কোহলিদের কেউ নন, এবি ডি ভিলিয়ার্সের চোখে সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হলেন রশিদ খান। আফগানিস্তানের এই লেগ স্পিন অলরাউন্ডারকেই সেরা মানেন প্রোটিয়া কিংবদন্তি। ঠিক কেন রশিদকে সেরা বলেছেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন ভিলিয়ার্স।
এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘আমার দেখা সর্বকালের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার রশিদ খান। ব্যাটিং ও বোলিং সব বিভাগেই সে সমান পারদর্শী। এমনকি দুর্দান্ত ফিল্ডারও একজন। সে অনেক সাহসী ক্রিকেটার, সবসময়ই জিততে চায়। প্রতিদ্বন্দ্বিতামূলক একজন ক্রিকেটার রশিদ। শুধুমাত্র সেরা নয়, সেরদের সেরা ও।’
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে রশিদ খান। জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ এখন এই ডানহাতি ক্রিকেটার। দুর্দান্ত লেগ স্পিনের পাশাপাশি লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে রীতিমতো চাবুক চালান। ক্যামিও ইনিংস খেলে প্রায়শই দলের রান বাড়ান। এছাড়া ফিল্ডিংয়েও অন্যতম সেরা। সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় এই ‘ফুল প্যাকেজের’ রশিদ খানকে নিয়ে চাহিদা প্রচুর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post