স্পোর্টস ডেস্কঃ সেপ্টেম্বরে বসার কথা রয়েছে এশিয়া কাপের আসর। কিন্তু, ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টকে ঘিরে এখনও অনিশ্চয়তা কাটছেই না। কোথায় খেলা হবে, সেটিই এখন পর্যন্ত ঠিক করা যাচ্ছে না। আয়োজক হিসেবে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপের আসর।
কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারত দল সেখানে খেলতে যাওয়া নিয়ে অস্বীকৃতি জানিয়েছে। যার ফলে দোলাচলে এশিয়া কাপের আয়োজন। এমন পরিস্থিতিতে হাইব্রিড মডেলের প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। সংযুক্ত আরব আমিরাত ছিল প্রথম পছন্দ।
তবে সেখানকার অতিরিক্ত গরম, বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ইনজুরি সমস্যায় ফেলতে পারে বিবেচনায় নারাজ ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো। হাইব্রিড মডেলে খেলতে রাজি হয়নি ভারতও। এদিকে আবার পাকিস্তানে এশিয়া কাপ না হলে, বিশ্বকাপে অংশগ্রহণ করবে না বলে জানিয়ে দিয়েছে পাকিস্তান। তবে সব মিলিয়ে অনিশ্চয়তা কাটতে যাচ্ছে এবার।
পাকিস্তানই থাকছে এশিয়া কাপের আয়োজক। একইসাথে হাইব্রিড মডেলে হবে আসর। তবে হাইব্রিড মডেলে সংযুক্ত আরব আমিরাত নয়, শ্রীলঙ্কা হবে দ্বিতীয় এবং নিরপেক্ষ ভেন্যু। সব দলই রাজি এই প্রস্তাবে। সপ্তাহখানেকের মধ্যেই এর অনুমোদন দিতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি), এমন সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
এশিয়া কাপের সর্বনিম্ন ৪টি ও সর্বোচ্চ ৫টি ম্যাচ হবে পাকিস্তানে। ভারত-পাকিস্তানের মধ্যকার মাচগুলো হবে শ্রীলঙ্কায়। ভারত যদি ফাইনালে উঠে, তাহলে খেলা হবে শ্রীলঙ্কায়। আর যদি ফাইনালে না উঠতে পারে, তাহলে পাকিস্তানে হবে ফাইনাল খেলা।
সব ঠিক থাকলে ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। পাকিস্তান অংশের ম্যাচগুলো লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে। ৬ দলের টুর্নামেন্টে ফাইনাল সহ মোট ১৩ টি ম্যাচ হবে। প্রথম রাউন্ড হবে গ্রুপভিত্তিক। একটি গ্রুপে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব থেকে আসা নেপাল রয়েছে। অপর গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।
দুটি গ্রুপ থেকে আলাদা করে সেরা দুই দল যাবে সুপার ফোরে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এরপরই নির্ধারণ হবে শিরোপা। সবশেষ আসরে টি-টোয়েন্টি ফরম্যাটে হয়েছিল। কেননা তখন সামনে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এবার ওয়ানডে ফরম্যাটে হবে। এবার সামনে অক্টোবর-নভেম্বরে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post