স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে আসা-যাওয়ার প্রক্রিয়ার মধ্যেই খেলেন শেখ মেহেদী। ডানহাতি এই অফ-স্পিন বোলিং অলরাউন্ডার যখন সুযোগ পান, টানা খেলে যান। আবার এরপর টানা বাদও পড়েন। ২০১৮ সালের শুরুর দিকে জাতীয় দলে অভিষেক হয়েছিল মেহেদীর। এরপর জাতীয় দল ৮৮ ম্যাচে খেললেও, তিনি ৪১ ম্যাচে সুযোগ পেয়েছেন।
টানা সুযোগ পাওয়ায়, নিজেকে অটো চয়েজের খেলোয়াড় ভাবতে নারাজ মেহেদী। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তিনি অটো চয়েজ ক্রিকেটার না। তাকে অনেক স্ট্রাগল করতে হয়। তবে যখনই জাতীয় দলে সুযোগ পান নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকেন।
আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন মেহেদী। এর আগে অনুশীলন করছেন দলের সাথে। শনিবারের অনুশীলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী বলেন, ‘আমি অটো চয়েজের খেলোয়াড় না। আমার অনেক কিছু স্ট্রাগল করে খেলতে হয়।’
‘দেখা যাচ্ছে ১০/১৫ ম্যাচ পর একটা সুযোগ আসে, ওই সুযোগটায় আমি নিজের জন্যই মুখিয়ে থাকি। সুযোগ আসবে খেলার জন্য মুখিয়ে থাকি, চেষ্টা করি। বাদ বাকি যা হওয়ার আল্লাহর ইচ্ছা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post