স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফরাসি জায়ান্ট পিএসজি। প্রথম লেগে বার্সার কাছে হেরেছিলো পিএসজি। খুব একটা আলো ছড়াতে পারেনি এমবাপেও। এ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিলো।
তবে দ্বিতীয় লেগে এমবাপ্পে জোড়া গোল করেছেন, পিএসজিও জিতেছে ৪-১ ব্যবধানে। দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত সেমির টিকিট কাটে ফরাসি ক্লাবটি। এরপরই বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।
প্যারিসের হয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান এমবাপ্পে। এই মৌসুম পরেই পিএসজিতে সুখহীন এমবাপ্পের ক্লাব বদলের গুঞ্জন আছে। রিয়ালে পাড়ি জমাতে পারেন তিনি। বিদায়ের আগে তাই ক্লাবকে উপহার দিতে চান একটি শিরোপা।
শেষ আটের দ্বিতীয় লেগে ৪-১ ব্যবধানে জয়ের পর পিএসজি দুই লেগে ৬-৪ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। তবে ম্যাচটি নিয়ে বেশ ‘বিতর্ক’ হচ্ছে। রোমানিয়ান রেফারি প্রথমার্ধের আধঘন্টার মধ্যেই দশ জনের দলে পরিণত করে দেন বার্সাকে। লার কার্ড দেখান জাভিকেও।বাদ যাননি দলটির গোলরক্ষক কোচও।
এমন উত্তেজনায় ঠাসা ম্যাচ শেষে এমবাপ্পে ভক্তদের শিরোপার স্বপ্ন দেখিয়েছেন। জানিয়েছেন, জিততে চান এবারের শিরোপা। এমবাপ্পে বলেন, ‘আমি প্যারিসের জন্য চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্ন দেখি। প্রথম দিন থেকেই আমি ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। এই ক্লাবের হয়ে খেলার গর্ব এবং দেশের রাজধানীর ক্লাবকে প্রতিনিধিত্ব করার বিষয়টি আমার মতো এই এখানে বেড়ে ওঠা কারও জন্য বিশেষ কিছু।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post