স্পোর্টস ডেস্কঃ ভারতে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, এই খবর সবারই জানা। আরও একটা খবর হলো নিজে থেকেই বাংলাদেশেও আসার ইচ্ছা পোষণ করেছেন এই তারকা। কাতার বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের ভালোবাসার ও সমর্থকনের কথা, পৌঁছে গেছে তার কানেও।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া এমিলিয়ানো মার্টিনেজের বাংলাদেশে আসা হবে কি না, এখনও ঝুলন্ত অবস্থায় আছে বিষয়টি। তবে ভারতে আসছেন, সেটা নিশ্চিত। কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের আমন্ত্রণে এই সফরে আসছেন মার্টিনেজ। সফরে আসার আগে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন মার্টিনেজ।
সেখানে মেসিদের গোলবারের অতন্দ্র প্রহরী একটি বাংলায় বার্তাও লিখেছেন। মার্টিনেজ লেখেন, আমি তোমাদেরকে ভালোবাসি। পোস্টে বাংলাদেশের কথাও উল্লেখ করেন তিনি। তার এমন ভালোবাসায় মুগ্ধ দেশের আর্জেন্টাইন সমর্থকরা।
মার্টিনেজ লেখেন, ‘আগামী ৩ থেকে ৫ জুলাই পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করব, ভক্তদের অংশগ্রহণের অনেক অনুষ্ঠানে থাকব, এছাড়া স্পন্সরদের সংবর্ধনা এবং সুন্দর এই খেলার প্রচারসহ অনেক দাতব্য কর্মকাণ্ডে অংশগ্রহণ করব।’
‘আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক আছে। তাদের সাথে দেখা করতে আমি রোমাঞ্চিত। এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ শতদ্রু। আমি তোমাদের ভালোবাসি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post