স্পোর্টস ডেস্কঃ ধুঁকতে থাকা বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাথলেটিক বিলবাও। গত রাতে ৬ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত সময়ে জিতেছে তারা। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র ছিল। অতিরিক্ত সময়ে ২ গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতেছে বিলবাও।
হারের পর বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, তিনি থাকেন কিংবা না থাকেন, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল। সাবেক এই তারকা মিডফিল্ডার ম্যাচ শেষে বলেছেন, ‘বড় ক্লাবের সব কোচ ট্রফির ওপরই নির্ভর করে। কিন্তু আমি গর্বিত, যেভাবে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বড় দলের বিপক্ষে লড়েছি, বিশেষ করে তরুণ ফুটবলাররা যেভাবে লড়েছে। আমার মনে হয়, এটা বড় কিছুর করার পথে মাত্র শুরু। আমি থাকি বা নাকি, বার্সার ভবিষ্যৎ উজ্জ্বল।’
নিজেদের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় বিলবাও। বক্সের মধ্যে আলগা বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও পারেননি বার্সার ডিফেন্ডাররা। ফলে সহজ সুযোগ পেয়ে যায় স্বাগতিকরা। ডান পায়ের হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা। শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে বার্সা। ২৬ মিনিটে সমতাসূচক গোল এনে দেন রবার্ত লেভানডফস্কি। এই গোলে অবশ্য ভাগ্যের সহায়তা পেয়েছে জাভি হার্দান্দেজের দল। বক্সে বিলবাওয়ের এক ডিফেন্ডারের ক্লিয়ারের চেষ্টায় বল লেভার বাড়িয়ে দেয়া পায়ে লেগে জালে জড়ায়।
৩২ মিনিটে বার্সাকে এগিয়ে দেন উঠতি তারকা লামিন ইয়ামাল। জুল কুন্দের হেড পাস ধরে ইয়ামাল ডান দিক দিয়ে বক্সের লাইন ধরে আড়াআড়ি এগিয়ে যান, এরপর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে খুঁজে নেন ঠিকানা। এর আগে অবশ্য বড় ধাক্কা খায় কাতালানরা। ২২ মিনিটে চোট পেয়ে কান্নাভেজা চোখে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেক্সান্দ্রো বাল্দে।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা গোল হজম করে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে। নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেট হেডে সমতায় ফেরান বিলবাওকে। এরপর দুই দল একের পর এক সুযোগ মিস করে যেতে থাকে। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাত বিলবাওয়ের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে যোগ করা সময়ে ইনাকি উইলিয়ামস বিলবাওকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধেও যোগ করা সময়েই ব্যবধান বাড়ান তার ভাই নিকো উইলিয়ামস। দুই ভাইয়ের নৈপুণ্যে বার্সাকে বিদায় করে বিলবাও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post