স্পোর্টস ডেস্কঃ রানের পাহাড় গড়ে তৃতীয় টি-টোয়েন্টি শ্রীলঙ্কাকে অনায়াসে হারাল ভারত। শনিবার রাজকোটে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হার্দিক পান্ডিয়ার দল। আগে ব্যাটিং করে সূর্যের ব্যাটিং তোপে ২২৮ রানের পুঁজি পায় ভারত। জবাব দিতে গিয়ে ২০ বল আগে ১৩৭ রানে গুটিয়ে গেছে দাসুন শানাকার দল। ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।
৫১ বলে অপরাজিত ১১২ রানের টর্নেডো ইনিংস খেলে ম্যাচের নায়ক সূর্যকুমার। ৯ ছক্কা ও ৭টি চারে গড়া তার তৃতীয় সেঞ্চুরির ইনিংসটি। ম্যাচের পর অধিনায়ক হার্দিক ব্যাট হাতে তাণ্ডব চালানো ব্যাটার সূর্যের প্রশংসায় মজেছেন। হার্দিক বলেন, ‘ও (সূর্য) সবাইকে চমকে দিয়েছে। সবাইকে বুঝিয়ে দিয়েছে যে, ব্যাটিং করাটা খুবই সহজ। আমি যদি ওর বিপরীতে বোলার হতাম, তবে ওর শট খেলায় রীতিমতো হতাশ হতাম।’
হার্দিক আরও বলেছেন, ‘সূর্যকে কখনও-ই কিছু বলতে হয় না। ও জানে যে কখন কী করতে হবে। যদি ও কোনও পরিস্থিতিতে সমস্যায় পড়ে, আমরা নিজেদের মধ্যে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়ে নিই। তবে বেশির ভাগ সময়েই ও নিজের কাজটা ভালো করে জানে।’
শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাইয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ রানে জিতেছিল ভারত। এরপর পুনেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতে সমতায় ফিরেছিল শ্রীলঙ্কা। এবার রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত জিতল ৯১ রানে। মঙ্গলবার থেকে গোয়াহাটিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post