স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ের সুবাদে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে আর তাকিয়ে থাকতে হচ্ছে না বাংলাদেশকে। গ্রুপের শেষ ম্যাচে এই দলের ফলাফল যাই হোক না কেন গ্রুপে সাকিব-মুশফিকরা সেরা দুই দলের ভেতরেই থাকছে। অর্থাৎ টাইগাররা এখন এশিয়া কাপের সুপার ফোরে।
পাল্লকেলেতে গত ৩১ আগস্ট বাংলাদেশকে হারিয়ে +০.৯৫১ রান রেট নিয়ে সবার উপরে শ্রীলঙ্কা। সমান দুই পয়েন্ট থাকলেও নেট রানরেটে তাদের থেকে কিছুটা পিছিয়ে বাংলাদেশ +০.৩৭৩। এদিকে আফগানদের রানরেটের অবস্থা বেহাল। তারা নেট -১.৭৮০ নিয়ে আছে গ্রুপের তলানিতে।
এখন শ্রীলঙ্কাকে যদি আফগানিস্তান অল্প ব্যবধানে হারায় তবু বাংলাদেশ ও শ্রীলঙ্কা যাবে পরের পর্বে। আর শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে যদি বাংলাদেশের রানরেটকে আফগানরা ছাড়িয়ে যায় তাহলে কপাল পুড়বে লঙ্কানদের। তাদের রানরেট তখন চলে যাবে বাংলাদেশের নিচে।
এদিকে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলেও সমস্যা নেই বাংলাদেশের। এক পয়েন্ট নিয়ে বিদায় নিতে হবে রশিদ-নবিদের। আগামী ৬ সেপ্টেম্বর লাহোরেই হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচটি। এদিকে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। খেলা একই মাঠে। অর্থাৎ গাদ্দাফি স্টেডিয়ামে, ৬ সেপ্টেম্বর।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল, পাকিস্তানের পেস আক্রমণ সামলাতে তিনি প্রস্তুত কি না? মিরাজ হাসতে হাসতে উত্তর দিয়েছেন, ‘আমি যেকোনো বোলারের মুখোমুখি হতে সব সময়ই প্রস্তুত।’
মিরাজ আরও বলেন, ‘আমি কোনো বোলারকে (মুখোমুখি হওয়া) নিয়ে দুশ্চিন্তা করি না। আমি মিডল অর্ডারে ভালো খেলতে চাই। হ্যাঁ, পরের ম্যাচটা আমার জন্য দারুণ সুযোগ। টপ অর্ডারেও খেলতে পারব। টিম ম্যানেজমেন্ট সে সুযোগ দিলে ভালোই হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post