স্পোর্টস ডেস্কঃ রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর কিলিয়ান এমবাপের প্রথম ম্যাচ ছিল উয়েফা সুপার কাপে। গত মাসে আতালান্তার বিপক্ষে ম্যাচটিতে গোল করেছিলেন তিনি। কিন্তু লা লিগায় মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ ও লাস পালমাসের বিপক্ষে গোলহীন ছিলেন এই ফ্রেঞ্চ তারকা। অবশেষে নিজের গোলখরা কাটালেন এমবাপে। গত রাতে লা লিগায় জোড়া গোল করেছেন এই ফরোয়ার্ড।
এমবাপের গোল পাওয়ার রাতে জয়ের পথে ফিরল রিয়াল মাদ্রিদও। আগের ম্যাচে পয়েন্ট হারানো কার্লো আনচেলত্তির দল গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ২-০ গোলে জিতেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ২৫ বছর বয়সী এমবাপে, দ্বিতীয়টি পেনাল্টি থেকে। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে রিয়াল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়াল। একমাত্র দল হিসেবে আসরে প্রথম চার ম্যাচ জয়ী বার্সেলোনা ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
বেতিস ম্যাচের পর এমবাপে বলেছেন, ‘আমার মধ্যে যে চাপ ছিল, সেটা ছিল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার। আমি সারা জীবনই গোল করেছি, ভবিষ্যতেও করব। গোল আসবেই। টানা তিন ম্যাচে গোল না পাওয়াটা আমার জন্য বড় ব্যাপারই ছিল। কিন্তু এমনটা হতেই পারে। আমার ওপর সতীর্থদের আত্মবিশ্বাস আছে। কোনো চাপ নেই। এটাই ফুটবল। আমার সামর্থ্য আছে। আমি এখানে কিলিয়ান হতে এসেছি। কোনো চাপ নেই। আমি আনন্দিত। আমি কাজ করতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০