নিজস্ব প্রতিবেদক:: আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতিমধ্যে ২-০ ব্যবধান জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৮৬ রান। মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করা আয়ারল্যান্ড নারী দলকে মাত্র ১৮৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। অধিনায়ক গেবি লুইসের হাফ সেঞ্চুরিতে ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে ১৮৫ রান তুলতে সমর্থ হয় দলটি। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রাখেন সফরকারীদের। ফলে সিরিজের শেষ ম্যাচেও বড় রান করতে পারেননি আইরিশ মেয়েরা।
আগেই সিরিজ হেরে যাওয়া সফরকারী আয়ারল্যান্ড আজ উইকেট হারিয়েই শুরু করে ইনিংস। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারায় দলটি। সুলতানা খাতুনের শিকারে ওপেনার সারাহ ব্যক্তিগত ৫ রানে প্যাভেলিয়নের পথ ধরেন। দ্বিতীয় উইকেটে লুইস ও হান্টার প্রতিরোধের চেষ্টা করেন। তবে খুব একটা সফল হতে পারেননি তারা।
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশ অধিনায়ক লুইস ছাড়া কেউই তীতু হতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৫২ রান করেছেন লুইস। ৭৯ বলের ইনিংসে নয় বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দ্বিতীয় সর্বেচ্চ ২৭ রান করেছেন ওরলা প্রেন্ডারগাস্ট। ২৩ রান করেছেন উইকেটরক্ষক হান্টার। ১৯ রান করেছেন আলানা ডালজেল। এছাড়াও ১৮ রান করেছেন আর্লিন কেলি।
বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন তিনটি, নাহিদা আক্তার ও সুলতানা খাতুন ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০