নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ড সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার ঘোষিত দলে প্রথমবার ডাক পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। চোটের কারণে মাঠের বাইরে থাকা তাসকিন আহমেদ থাকছেন না এই সফরে। তবে আইপিএলের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও লিটন দাস আছেন ওয়ানডে সিরিজের দলে।
বাঁহাতি স্পিনে নাসুম আহমেদ ও তাইজুল ইসলামের ‘মিউজিক্যাল চেয়ার’ খেলায় এবার বাইরে গেছেন নাসুম, ফিরেছেন তাইজুল। সবশেষ সিরিজে দলে ছিলেন না তিনি। এর আগে ইংল্যান্ড সিরিজে খেলেছিলেন এই স্পিনার। আইরিশদের বিপক্ষে নাসুম খেললেও এবার তাইজুল ডাক পেয়েছেন ইংল্যান্ডের মাঠের সিরিজে।
এছাড়া পেসার শরিফুল ইসলামও ফিরেছেন ওয়ানডে দলে। আইরিশদের বিপক্ষে দেশের মাঠে ওয়ানডে সিরিজের দলে থাকলেও পরে আঙুলের চোটের কারণে ছিটকে যান জাকির হাসান। তার বদলে ওই সিরিজে সুযোগ পাওয়া রনি তালুকদার যাচ্ছেন ইংল্যান্ড সফরেও।
আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ মে। দুদিন বিরতি দিয়ে ১২ মে দ্বিতীয় ম্যাচ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত এ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
বাংলাদেশ দলঃ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post