স্পোর্টস ডেস্কঃ কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে বাংলা টাইগার্স মিসিসাউগা। বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং শরিফুল ইসলাম।
৪৬ রানে ৮ উইকেট হারানো সারে শেষ বলে অলআউট হওয়ার আগে করে ১০১ রান। বাংলা টাইগার্স একটা সময়ে চাপে পড়লেও লক্ষ্যে পৌঁছে যায় ৬ বল হাতে রেখে। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নেন বাঁহাতি পেসার শরিফুল। ‘ডট’ বল খেলান তিনি ১৪টি। আসরে প্রথম তিন ম্যাচে তার শিকার ছিল একটি করে উইকেট। সাকিব এদিন ৪ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ব্যাটিংয়ে অবশ্য ভালো করতে পারেননি তিনি।
টস জিতে ব্যাট করতে নামা জাগুয়ার্সকে শুরুতেই চেপে ধরেন শরিফুল। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সুনিল নারিনের উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। পাঁচে নামা ব্যাটার ব্রান্ডন ম্যাককুলেনকে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতের ক্যাচ বানান সাকিব। এতে মাত্র ৩৪ রানে ৫ উইকেটের পতন হয় জাগুয়ার্সের। ১৬তম ওভারের শেষ বলে জাগুয়ার্সের অধিনায়ক ও সেট ব্যাটার মার্কাস স্টয়নিজকে (দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান) বোল্ড করেন সাকিব। এতেই মূলত চ্যালেঞ্জিং পুঁজি গড়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয় জাগুয়ার্সের।
শেষদিকে শরিফুলের তোপের মুখে পড়ে জাগুয়ার্সের ব্যাটাররা। বাঁহাতি এই টাইগার্স পেসার চরম কিপটে বোলিংয়ের আরও ২টি উইকেট তুলে নেন। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন শরিফুল। বোলিং কোটা পূর্ণ করেন অধিনায়ক সাকিবও। ২ উইকেট নিতে টাইগার অলরাউন্ডার খরচ করেছেন ২১ রান। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ভালো করতে পারেননি সাকিব। মাত্র ১ রান পেয়েছেন এই বাঁহাতি। মোহাম্মদ ওয়াসিম (১৪) ও ইফতেখার আহমেদ (১৩) কিছু রান করে বাংলা টাইগার্সকে সামনে এগিয়ে আনছিলেন। শেষ দিকে ডেভিড ভিসে (১৯ বলে ২৭) ও দিলন হেইলিগারের (১২ বলে ১৭) অপরাজিত ইনিংসের উপর ভর করে জয় পায় বাংলা টাইগার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post