স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ সকারে (এমএলএস) আগের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে নিজ দল ইন্টার মায়ামিকে টেবিলের শীর্ষে তুলেছিলেন লিওনেল মেসি। এবার একই ধারা বজায় রাখলেন নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষেও। এমএলএসে ৪-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে মায়ামি, টেবিলের শীর্ষস্থান পোক্ত করেছে দলটি। আর সেই ম্যাচেও জোড়া গোল করেছেন মেসি। আর্জেন্টাইন এই সুপারস্টারের সাথে গোলের দেখা পেয়েছেন লুইস সুয়ারেজও।
জিলেট স্টেডিয়ামে অবশ্য শুরুটা বেশ হতাশাজনক ছিল মায়ামির জন্য। প্রতিপক্ষের মাঠে ম্যাচের মাত্র ৪০ সেকেন্ডের মধ্যেই টমাস ক্যানসেলের গোলে পিছিয়ে পড়ে মেসিরা। তবে গোল হজম করেই জ্বলে উঠে মায়ামি। মেসি-সুয়ারেজদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে স্বাগতিকরা। যদিও মায়ামিকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩২ মিনিট পর্যন্ত। দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরান মেসি।
প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও, দ্বিতীয়ার্ধে একচেটিয়া আধিপত্য দেখায় মায়ামি। ৬৭তম মিনিটে নিজের ও দলের জোড়া গোল পূরণ করে এগিয়ে নেন মায়ামিকে। এই গোলের মধ্য দিয়েই এমএলএসের এবারের আসরে এককভাবে শীর্ষ গোলদাতা বনে যান মেসি। ৭ ম্যাচে ৯ গোল আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের নামের পাশে। এর বাইরেও ৬টি এসিস্ট করেছেন এই সুপারস্টার।
ম্যাচের ৮৩তম মিনিটে এরপর বেঞ্জামিন ক্রিমাসি গোল করে স্কোরলাইন ৩-১ করেন। আর উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ ৮৮তম মিনিটে নিউ ইংল্যান্ডের জালে শেষ পেরেক ঠুকে দিয়ে দলের হালি গোল পূরণ করেন। ৪-১ গোলের বড় জয়ে এমএলএসের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল ইন্টার মায়ামি। ১১ ম্যাচ খেলে মায়ামির পয়েন্ট এখন ২১।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post