স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ফাইনালে নাম লেখাল বাংলাদেশ দল। গ্রুপ পর্বের মতো নকআউট পর্দেও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়ে শিরোপার কাছে চলে গেল স্বাগতিকরা। প্রথম সেমি ফাইনালে রোববার থাইল্যান্ডকে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু থেকেই বাংলাদেশ নিজেদের দাপট দেখাতে থাকে। ম্যাচের শেষ পর্যন্ত সেই দাপট ধরে রেখে ৪১-১৮ পয়েন্টের ব্যবধানে থাইল্যান্ডকে উড়িয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধে ২৩-৮ পয়েন্টে লিড নেয় মুন্সী-জিয়াউররা। একই দাপট ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। শেষ পর্যন্ত বড় জয় পায় বাংলাদেশ।
এই নিয়ে সবগুলো আসর মিলিয়েই টানা চতুর্থবার ফাইনালে উঠল স্বাগতিকরা। আগের তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল দল, এবারও একই লক্ষ্যের কাছে আছে বাংলাদেশ। সোমবার অনুষ্ঠিত হবে সেই ফাইনাল। আর ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে অপর সেমি ফাইনালে কেনিয়া ও নেপালের মধ্যকার জয়ী দল দিয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post