স্পোর্টস ডেস্কঃ চোট সমস্যার সমাধান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোহাম্মদ সাইফউদ্দিনকে বিদেশে পাঠাচ্ছে। অবস্থা পর্যেবক্ষণের জন্য কাতারে পাঠানো হচ্ছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। মূলত সেখানে সাইফউদ্দিনের চোটের পরিস্থিতি দেখা হবে। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন পড়ে সেটি করাবে বিসিবি।
শুধুমাত্র সাইফউদ্দিনই নয়, আরও দুই ক্রিকেটারকে কাতার পাঠাচ্ছে বিসিবি। তারা হলেন যুব বিশ্বকাপ জয়ী পেস বোলিং অলরাউন্ডার অভিষেক দাস ও আরেক পেসার আশিকুর জামান।
যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যান্য ক্রিকেটাররা যেখানে বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছেন, সেখানে একেবারেই অনিয়মিত অভিষেক। ২০২০ সালে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা এই ক্রিকেটার পিঠের সমস্যায় ভূগছেন। তাকে চিকিৎসা করাতে তাই কাতার পাঠাচ্ছে বিসিবি।
এদিকে সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা পেসার আশিকুরেরও রয়েছে চোট সমস্যা। তাকেও চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছে বিসিবি। সাইফউদ্দিন, অভিষেক ও আশিকুর, এই তিন ক্রিকেটারকেই কাতারের ‘এসপেটার’ নামের এক স্পোর্টস মেডিসিন হাসপাতালে চিকিৎসা করানো হবে।
এই একই হাসপাতালে ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেছিলেন। দুই বার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন নেইমার। এর মধ্যে পিএসজি তারকা একবার অস্ত্রোপচারও করিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post