স্পোর্টস ডেস্কঃ আরেকটি বড় হারে শেষ বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার রাতে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটে হারল নিগার সুলতানার দল। প্রথম তিন ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগ্রেসদের। শেষ ম্যাচটি ছিল স্রেফ আনুষ্ঠানিকতার। সেখানেও ব্যর্থ লাল-সবুজের প্রতিনিধিরা।
কেপটাউনে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেন অধিনায়ক নিগার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ শোভনা মোস্তারির ব্যাট থেকে। শামীমা সুলতানা ও স্বর্ণা আক্তার করেন যথাক্রমে ১১ রান। শেষদিকে নাহিদা আক্তার ১১ বলে ১৫ রানে থাকেন অপরাজিত।
রান তাড়ায় ১০ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। বড় জয়ে লরা ওলভার্ড (৬৬) এবং তাজমিন ব্রিটস (৫০) এর উদ্বোধনী জুটিতে ১৩ বল বাকি রেখে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা। বড় জয়ে সেমিফাইনালের স্থান নিশ্চিত করে স্বাগতিকরা। দ্বিতীয় সেমি-ফাইনালে শুক্রবার ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগের দিন প্রথম সেমি-ফাইনালে লড়বে অস্ট্রেলিয়া ও ভারত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post