স্পোর্টস ডেস্কঃ ৩ বছরের চুক্তিতে তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ে নাম লেখালেন মাউরো ইকার্দি। গত মৌসুমে ধারে গালাতাসারাইয়ে খেলে ২৪ লিগ ম্যাচে তিনি ২২ গোল ও রেকর্ড সাতটি এ্যাসিস্ট করেছেন। তার সহায়তায় মে মাসে দলটি রেকর্ড ২৩তম লিগ শিরোপা জয় করে। ২০১৮-১৯ সালের পর এটাই গালাতাসারাইয়ের প্রথম লিগ শিরোপা জয়।
আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির জন্য পিএসজিকে চার মৌসুমে ১ কোটি ইউরো দেবে তুর্কি সুপার লিগ চ্যাম্পিয়নরা। তাঁর ট্রান্সফার ফি এক কোটি ইউরো। তবে এই অর্থ চার মৌসুম ধরে শোধ করবে গালাতাসারাই। আর প্রতি মৌসুমে ৩০ বছর বয়সী খেলোয়াড়ের বেতন পাবেন ৬০ লাখ ইউরো।
এদিকে তিন বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেস থেকে আইভরি কোস্টের উইলফ্রিড জাহাকে দলে ভিড়িয়েছে গালাতাসারাইয়ে। প্যালেসের সাথে চুক্তি শেষেই জাহা তুর্কি লিগে যোগ দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post