স্পোর্টস ডেস্কঃ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আলোচনায় থাকা মাউরিসিও পচেত্তিনোকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে চেলসি। ব্লু’জদের ডাগআউট সামলাবেন এই আর্জেন্টাইন কোচ। তিনি নিয়োগপ্রাপ্ত হবে সদ্য বিদায়ী কোচ ফ্রাঙ্কা ল্যাম্পার্ডের জায়গায়। আনুষ্ঠানিকভাবে চেলসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিষয়টি।
প্রধান কোচ হিসেবে আগামী ২০২৩-২৪ মৌসুমের শুরু থেকেই কাজ শুরু করবেন পচেত্তিনো। আপাতত দুই বছরের জন্য তার সাথে চুক্তি করা হয়েছে। অর্থাৎ, ২০২৬ সাল পর্যন্ত পচেত্তিনোর থাকবেন স্ট্যামফোর্ড ব্রিজের দলটির ঢেরায়।
চেলসির দুই স্পোর্টিং ডিরেক্টর লরেন্স স্টুয়ার্ট ও পল উইনস্টানলি নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বলেন, ‘মাউরিসিওর অভিজ্ঞতা, উচ্চমান, নেতৃত্বের গুণাবলী এবং চরিত্র চেলসি ফুটবল ক্লাবকে ভালোভাবে সেবা করবে এবং আমরা এগিয়ে যাব। তিনি একজন উইনিং কোচ, যিনি একাধিক লীগ এবং ভাষায় সর্বোচ্চ স্তরে কাজ করেছেন। তার নীতি, কৌশলী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নের প্রতিশ্রুতি সবই তাকে ব্যতিক্রমী প্রার্থী করেছে।’
এর আগেও পচেত্তিনো ইংলিশ প্রিমিয়ার লিগের দলের ডাগআউট সামলেছেন। ২০১৩ সালে প্রথমবার সাউদাম্পটনের কোচ হয়ে প্রিমিয়ার লিগে দায়িত্ব পালন করেন। পরের বছরই আরেক ইংলিশ দল টটেনহ্যাম হটস্পারে নাম লেখান। পাঁচ বছর ক্লাবটির দায়িত্ব পালন করেন।
২০২১ সালের জানুয়ারিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) দায়িত্ব পান। গেল মৌসুমের শেষে সেই দায়িত্ব ছাড়েন। এর আগে ক্যারিয়ারের শুরুর দিক স্প্যানিশ ক্লাব এস্পানিওলের কোচের দায়িত্বেও ছিলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post