স্পোর্টস ডেস্কঃ লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারের লাল কার্ড বাতিল করা হয়েছে। এর আগে লাল কার্ড দেখার কারণে তিন ম্যাচের শাস্তি দেওয়া হয়েছিল এই আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকাকে। তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
চলতি মৌসুমে পাঁচ বছরের চুক্তিতে অ্যালিস্টারকে দলে নেয় লিভারপুল। এতে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের খরচ হয় সাড়ে ৫ কোটি পাউন্ড। নতুন মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে গত শনিবার এফসি বোর্নমাউথের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডরা।
গত শনিবার প্রিমিয়ার লিগের বোর্নমাউথ ম্যাচের ৫৮তম মিনিটে রায়ান ক্রিস্টির সঙ্গে বল দখলের লড়াইয়ে তার পায়ে আঘাত করে বসেন অ্যালিস্টার। এরপর রেফারি সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান। যার কারণে লাতিন এই ফুটবলারকে দেওয়া হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
এদিকে অ্যালিস্টারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে লিভারপুল। অ্যানফিল্ডের ক্লাবটি মঙ্গলবার পায় সুখবর। এক বিবৃতিতে লাল কার্ডের শাস্তি বাতিলের কথা জানায় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘খেলোয়াড়কে ভুলবশত বহিষ্কার করা হয়েছে, এমন দাবি ওঠার পর একটি স্বাধীন কমিশন অ্যালিস্টারের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বাতিল করেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post