স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনায় ফুটবল ম্যাচ চলাকালে ভিআইপি গ্যালারি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয় ম্যাচ। ঘটনাটি ঘটেছে দেশটির প্রিমেরা ডিভিশনের একটি ম্যাচ চলাকালে।
আর্জেন্টিনার বুয়েনস এইরেসের মনুমন্তোল স্টেডিয়ামে শীর্ষ লিগ প্রিমেরা ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো রিভার প্লেট ও দিফেন্সা ওয়াই জাস্তিসিয়ার। দুই দলের ম্যাচটি চলাকালে স্টেডিয়ামের ভিআইপি গ্যালারি (গ্র্যান্ড স্ট্যান্ড) থেকে পড়ে যান রিভার প্লেটের একজন সমর্থক পড়ে যান।
দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরিস্থিতি বিবেচনা করে ম্যাচ রেফারি ফার্নান্দো রাপায়িনি ম্যাচ বাতিল করে দেন।
পাবলো মার্সেলো সরানো নামের ওই সমর্থক রিভার প্লেটকে সমর্থন দিতেই মাঠে গিয়ে ছিলেন। ক্লাবটি জানিয়েছে, ঘটনার সময় সিভোরি আলতা গ্র্যান্ড স্ট্যান্ডের ৯০ শতাংশ জায়গা পূর্ণ ছিলো। তিনি নিজে পড়ে গেছেন নাকি তৃতীয় কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এনিয়ে তদন্ত চলছে। তবে ক্লাবটি জানিয়েছে, গ্যালারিতে কোনো মারামারির ঘটনা ঘটেনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post