স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার কোচ হিসেবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারানোর পর তিনি বলেছিলেন, দায়িত্ব চালিয়ে যাওয়া তার জন্য ‘জটিল’ হয়ে উঠছে। এরপর আর্জেন্টাইন গণমাধ্যম জানায়, স্কালোনি ছেড়ে যাচ্ছেন জাতীয় দল। মূলত আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সাথে বনিবনা হচ্ছিল না তাঁর।
তবে আশার খবর, স্কালোনি ছেড়ে যাচ্ছেন না আর্জেন্টিনা জাতীয় দল। কোপা আমেরিকা ও বিশ্বকাপজয়ী এই কোচ নিজেই নিশ্চিত করেছেন এই কথা। ইতালিয়ান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘অনেক কথাই হচ্ছে। তবে সব সময় সত্যিটাই বলেছি। এসব নিয়ে ভাবনার জায়গা ছিল। তবে এটা বিদায় বা এমন কিছু ছিল না। জাতীয় দল কীভাবে এগোবে, আমি সেটা ভেবেছি। আর তরুণদের জায়গা করে দেওয়ার সময়ও এটা।’
২০১৮ সালে যখন আর্জেন্টিনার দায়িত্ব পাওয়া স্কালোনি ইতিহাস গড়েন। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে বড় ট্রফি জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা জিতে। এরপর তো ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা জিতে নেয় ২০২২ বিশ্বকাপ। আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্কালোনির দল।
Discussion about this post