স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে আর্জেন্টিনা। বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ১ গোল হজম করেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
লস অ্যাঞ্জেলসের মেমোরিয়াল স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ফুটবলের নাম্বার ওয়ান আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর আনহেল ডি মারিয়া, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার এবং লাউতারো মার্টিনেজের গোল নিশ্চিত করেছে আর্জেন্টিনার জয়। ৩-১ গোলের এই জয় দিয়ে বছরের প্রথম আন্তর্জাতিক সূচি শেষ করেছে স্কালোনির শিষ্যরা।
দলের পারফরম্যান্সে সন্তুষ্টিও ঝরল স্কালোনির কণ্ঠে, ‘এই সফরে যেভাবে খেলেছি, তাতে আমরা সন্তুষ্ট। আসলে সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই, সবাই কঠিন প্রতিপক্ষ। দ্বিতীয় ম্যাচে দল পরিণত পারফরম্যান্স করেছে। কারণ, বেশ কঠিন পরিস্থিতিতে পড়েছিলাম আমরা। দ্বিতীয়ার্ধে ২৫ মিনিট খুব ভালো খেলেছে দল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post