স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে কোনো চোট না থাকলেও জায়গা হয়নি পাওলো দিবালার। আগামী ২০ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর আগে প্রীতি ম্যাচে ৯ জুন ইকুয়েডর ও পাঁচদিন পর গুয়াতেমালার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। আসন্ন প্রীতি ম্যাচ ও কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে সুযোগ না পাওয়া দিবালা এবার মুখ খুলেছেন।
আর্জেন্টিনা দলে জায়গা পাবেন না, কল্পনাও করেননি দিবালা। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে, এই বছর আমি কিছু ভালো পারফরম্যান্স করেছি। স্কোয়াডে জায়গা করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। তাই এটা (দলে জায়গা না পাওয়া) আমার জন্য খুব কঠিন ধাক্কা ছিল। কারণ, জাতীয় দলের অংশ হওয়া সবচেয়ে সেরা প্রাপ্তিগুলোর একটি। তবে আমি এটাও বুঝতে পারছি, দল নির্বাচন করা কোচের জন্যও কঠিন কাজ। আমি তার সিদ্ধান্তকে সম্মান করি। তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। তিনি অবশ্যই দলের জন্য সেরাদেরই বেছে নিয়েছেন।’
কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল-
গোলরক্ষক : ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেস।
ডিফেন্ডার : গন্সালো মনতিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বালের্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেস্সেলা, লুকাস মার্তিনেস কুয়ার্তা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, মার্কোস আকুনিয়া, নিকোলাস তাগলিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার : গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক-আলেস্তার, রদ্রিগো দে পল, এজেকিয়েল পালাসিওস, এনসো ফেরনান্দেস, জিওভানি লো সেলসো, আনহেল দি মারিয়া, ভালেন্তিন কারবোনি।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, আনহেল কোরেয়া, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post