স্পোর্টস ডেস্কঃ আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত। যদিও গতরাতে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে পয়েন্ট খুইয়েছে তারা।
ড্র করে হাতের নাগালে চলে আসা শিরোপার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে আর্সেনাল। লন্ডন স্টেডিয়ামে রোববার (১৬ এপ্রিল) এগিয়ে থেকে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে আর্তেতার শিষ্যরা। পয়েন্ট হারিয়ে এই কোচের মতে, নিজেদের বড় ভুলের খেসারতই দিতে হচ্ছে দলকে।
এদিকে পরপর দুই ম্যাচে এভাবে খেই হারানোয় খুব হতাশ গানারদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এই ব্রাজিলিয়ান বলেছেন, দলগতভাবে তাদের খেলার মান বাড়ানোর বিকল্প নেই।
জেসুস বলেন, ‘আবারও আমাদের তিনটি পয়েন্ট জেতার সুযোগ ছিল। ম্যাচটি ৯০ মিনিটের, ২০ মিনিটের নয়। আজকের (গতকাল) প্রেক্ষাপটে, মনে হচ্ছিল ৩০ মিনিটের। দল হিসেবে আমাদের মান বাড়াতে হবে এবং আমাদের নিজেদের ধরনে ফিরতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post