স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দল হিসেবে ম্যাচের প্রথমার্ধেই গোল করেছেন আর্সেনালের পাঁচজন খেলোয়াড়। তাতে বিশ্ব রেকর্ডে নাম লিখিয়েছে দলটি। গত বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে লাঁসকে ৬-০ গোলে হারিয়েছে গানাররা। এই জয়ে ১ ম্যাচ হাতে রেখে নকআউট পর্বে উঠেছে গানাররা। ৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২।
দাপুটে এই জয় ঠিক যেন বিশ্বাস করতে পারছেন না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এরকম ফল এমনকি আমি কল্পনাও করিনি। আজ আমাদের নকআউট পর্বে যাওয়ার এবং গ্রুপ সেরা হওয়ার সুযোগ ছিল। আমি মনে করি, আমরা সেটা আসলেই দারুণভাবে করেছি।
আর্তেতা আরও বলেন, শুরু থেকেই দল প্রচণ্ড আগ্রাসী মনোভাব দেখিয়েছে এবং জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিল। শুরুর ৩০ মিনিটেই সবকিছুই ঠিকঠাকভাবে হয়ে গেল। ঘরের মাঠে গোল হজম না করার যে ধারাবাহিকতা আমরা দেখাচ্ছি এবং প্রচুর গোল করছি, এটা আসলেই ইতিবাচক বিষয়। এই ছেলেদের এ ধরনের অভিজ্ঞতা অর্জন এবং বিশ্বাস থাকা প্রয়োজন যে, যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই আমরা এটা করতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post