স্পোর্টস ডেস্ক:: হেরে গেলো আর্সেনাল। তাতেই ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টের কাছে দলটি হেরে যাওয়ায় ইপিএল শিরোপা নিজেদের করে নিলো সিটি।
শনিবার রাতের ম্যাচে নটিংহ্যাম ফরেস্ট ১-০ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনালকে। অবনশনের শঙ্কায় থাকা দলটির দুর্দান্ত জয়ে শিরোপার স্বপ্ন শেষ মিকেল আর্তেতার দলের।
নটিংহ্যাম ফরেস্টে কাছে আর্সেনাল হেরে যাওয়াতে তিন ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি। অবনমন এড়ানো নটিংহ্যাম ফরেস্ট শিরোপা তুলে দিলো পেপ গার্দিওলার দলের হাতে।
শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল নটিহ্যাম ফরেস্টকে নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে। তবুও জিততে পারেনি। এক তরফা আধিপত্য ধরে রেখে খেললে গোলের দেখা পায়নি দলটি। রক্ষণাত্মক খেলা নটিংহ্যাম শুরুতেই লিড পেয়ে যায়। সেই লিড ধরে রেখেই মাঠ ছাড়তে সক্ষম হয়েছে দলটি।
ম্যাচের ৮১ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো আর্সেনাল। তবুও তারা জিততে পারলো না। পাসিংয়েও নটিংহ্যাম ফরেস্ট বেশ পিছিয়ে ছিলো। তাদের ১৫১ পাসের বিপরীতে আর্সেনালের পাস ছিলো ৬৬৩।
ম্যাচের শুরুতেই নটিংহ্যাম ফরেস্ট লিড নেয়। ১৯তম মিনিটে আর্সেনালের ডিফেন্ডার গাব্রিয়েলের কাছ থেকে বল পেয়ে যান নাইজেরিয়ান তারকা তাইয়ো আয়োনি। সুযেগা কাজে লাগিয়ে বল জালে পাঠিয়ে দেন তিনি। তার দলও এগিয়ে যায় ১-০ গোলে। মিকেল আর্তেতার দলকে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়।
বিরতির পর ভাগ্য বদলাতে পারেনি শিরোপার দৌড়ে থাকা দলটি। নিজেরা গোল করতে পারেনি। প্রতিপক্ষকেও ব্যবধান বাড়াতে দেয়নি। ১-০ গোলের হারে ম্যানচেস্টার সিটির হাতে শিরোপা তুলে দিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post