স্পোর্টস ডেস্কঃ ২০১০ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠল আর্সেনাল। গত রাতে পোর্তোর বিপক্ষে টাইব্রেকারে জিতে বাঁধানহারা আনন্দে মেতে উঠছে ইংলিশ ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ১-১ গোলে ড্র থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
পোর্তোর মাঠে প্রথম লেগটা আর্সেনাল হেরে এসেছিল ১-০ গোলেই। গত রাতে লিয়ান্দ্রো ট্রোসার্ড গোল করে দুই লেগ মিলিয়ে ১-১ সমতায় আনেন গানারদের। এরপর টাইব্রেকারে আর্সেনালের নায়ক দাভিদ রায়া। এই মৌসুমে ধারে খেলতে আসা গোলকিপার দুটি শট ঠেকিয়ে দেন। টাইব্রেকারে ৪-২ গোলের জয়ে শেষ আটে পৌঁছে যায় মিকেল আর্তেতার দল।
এমিরেটসে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্সেনাল। তবে গোলের জন্য ৪১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় দলটিকে। ট্রোসার্ডের গোলে শেষমেশ এগিয়ে যায় গানাররা। তবে এটি ছিল সমতাসূচক গোল। ম্যাচের বাকি সময় আর কেউই গোলের দেখা না পেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল পায়নি কেউই। শেষমেশ খেলা যায় টাইব্রেকারে। আর এখানে আর্সেনালকে জেতানোর নায়ক গোলরক্ষক রায়া।
ব্রেন্টফোর্ড থেকে ধারে আর্সেনালে খেলতে আসা রায়া এদিন একাই জিতিয়ে দিয়েছেন আর্সেনালকে। প্রতিপক্ষের নেয়া ৪টি পেনাল্টির দুটিই ঠেকিয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে আর্সেনাল প্রথম চার পেনাল্টির সবগুলোতেই গোল করে। তাই শেষ পেনাল্টির আর প্রয়োজন পড়েনি। এই জয়ে ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের সময় সাতবার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর অবশেষে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের মঞ্চে জায়গা পেল আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post