স্পোর্টস ডেস্ক:: আইপিএলে দুর্দান্ত সময় কাটাচ্ছেন মুস্তাফিজুর রহমান। কিন্তুু পুরো মৌসুম খেলতে পারবেন না তিনি। আগামি ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
২৮ এপ্রিল সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে দল। এই সিরিজকে বিবেচনায় রেখেই বিসিবি মুস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত মাত্র ৪টি ম্যাচ খেলেই আলোড়ন তুলেছেন।
চার ম্যাচে নয় উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলারদের তালিকায় আছেন তৃতীয় স্থানে। ৩০ এপ্রিল পর্যন্ত আরো চারটি ম্যাচ আছে চেন্নাই সুপার কিংসের। সেই ম্যাচগুলো শেষ করেই জিম্বাবুয়ে সিরিজের জন্য ঢাকায় ফিরতে হবে এই কাটার মাস্টারকে।
আগামিকাল ১৪ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্স, ১৯ এপ্রিল ও ২৩ এপ্রিল লক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পরপর দুই ম্যাচ আছে চেন্নাইয়ের। এরপর ২৮ এপ্রিল সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ রয়েছে ফিজের দলের। বিসিবি জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে না ছাড়লে এর চার ম্যাচ পরেই ফিরে আসতে হবে বাংলাদেশের কাটার মাস্টারকে।
পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৮ এপ্রিল ঢাকায় এসে সেদিনই চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে দল। ১২ মে মিরপুরের হোম অব ক্রিকেটে শেষ হবে সিরিজটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post