স্পোর্টস ডেস্ক:: সব জেতা হয়েছে। তবে একটি শিরোপাই বাকী ছিলো ম্যানচেস্টার সিটি। আলভারাজে-ফোডেনদের হাত ধরে এবার সেটিও এলো সিটির ঘরে। প্রথমবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছে পেপ গার্দিওয়ালার দল।
প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপের পর এ বছর পঞ্চম শিরোপা হিসেবে ক্লাব বিশ্বকাপ জিতেছে সিটি। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো দলটি।
আর্জেন্টাইন আলভারেজের জোড়া গোলেরন দিনে ফিল ফোডেনও গোল করে দলকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতাতে রেখেছেন অবদান। ফ্লুমিনেন্সের হয়ে আত্মঘাতি গোল করে নিনো গোলের হালি পূর্ণ করেছেন।
ইউরোপ ও লাতিন আমেরিকার দুই চ্যাম্পিয়নের লড়াই একদম জমেনি। এক তরফা আধিপত্যের ম্যাচে প্রথমবার ক্লাব বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় সিটি। এ বছর পঞ্চম শিরোপা জিতলো গার্দিওয়ালার দল।
ম্যাচের প্রথম মিনিটে আলভারেজ লিড এনে দেন সিটিকে। পিছিয়ে পড়া ফ্লুমিনেন্স ঘুরে দাঁড়ানো দূরের কথা ম্যাচের ২৭তম মিনিটে নিজেরাই গোল দেয় নিজেদের জালে। নিনোর আত্মঘাতী গোলে সিটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এগিয়ে থেকেই বিরতিতে যায় গার্দিওয়ালার দল।
দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিট ফিল ফোডেনের গোলে ম্যানচেস্টার সিটি শিরোপার আরো কাছে এগিয়ে যায়। ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচে জোড়া গোল করেন আলভারেজ। ম্যাচের ৮৮তম মিনিটে তিনি ব্যবধান ৪-০ করেন। ফ্লুমিনেন্সে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে মাঠ ছাড়ে দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post