স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে আধিপত্য ধরে রেখে অনায়াস জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল ইতিহাদ স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জিতেছে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। শিরোপাধারীদের হয়ে গোল করেন রদ্রি ও হুলিয়ান আলভারেজ।
শেফিল্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় সিটি। ফিল ফোডেনের ছোট পাস থেকে গোল করেন রদ্রি। প্রথমার্ধে অবশ্য এই গোলেই সন্তুষ্ট থাকতে হয়েছে ম্যানচেস্টারের দলটিকে। ৬১ মিনিটে আলভারেজ গোল করে আরও এগিয়ে দেন সিটিকে। এই জয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে উঠেছে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। ১৯ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৪০।
১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ২০ ম্যাচে সমান পয়েন্ট অ্যাস্টন ভিলার। এদিকে দিনের আরেক ম্যাচে লুটন টাউনের মাঠে ৩-২ গোলে জিতেছে চেলসি। ২০ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে তারা। লুটন ১৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post