স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে স্বস্তির জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখল ম্যানচেস্টার সিটি। গত রাতে পেপ গার্দিওলার শিষ্যরা আরেকবার হারিয়েছে এফসি কোপেনহেগেনকে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৬-২ গোলে। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
ঘরের মাঠে ম্যাচের ৫ মিনিটেই গোলের খাতা খোলে ফেলে সিটি। ডানপ্রান্তে কর্নার কিক পেলে আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ শট নেন কাছের পোস্ট বরাবর। দারুণ এক ভলিতে জাল খুঁজে পান ম্যানুয়েল আকানজি। কোপেনহেগেন গোলরক্ষক কামিল গ্রাবারা কোনো সুযোগই পাননি। নবম মিনিটে আলভারেজ নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। তবে ২৭ মিনিটে ড্যানিশ উইঙ্গার মোহাম্মদ এলিওনোসির গোলে ম্যাচে ফেরার আভাস দেয় কোপেনহেগেন।
বিরতির আগেই রদ্রির দুর্দান্ত এক পাস থেকে আর্লিং হালান্ডের গোলে আবার ব্যবধান বেড়ে ৩-১। আর এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরোকে ছুঁয়ে ফেলেন হালান্ড। আগুয়েরোর গোল ৭৯ ম্যাচে ৪১। হালান্ড তাঁকে ছুঁলেন মাত্র ৩৭ ম্যাচে! এর মধ্য এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ৭ ম্যাচে ৬ গোল হয়ে গেছে নরওয়রেজীয় স্ট্রাইকারের। হ্যারি কেইন, কিলিয়ান এমবাপের পাশাপাশি এখন তিনিও যৌথভাবে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post