নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল রূপগঞ্জ টাইগার্স। একই মালিকানার দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে রোমাঞ্চকর লড়াইয়ে ১১ রানে হারিয়েছে রূপগঞ্জ। আসরে তিন ম্যাচ খেলে প্রথম হার দেখলো গাজী গ্রুপ ক্রিকেটার্স।
সাভারের বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান আসে অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে। ইমরানউজ্জামান ৬৮ ও সানজামুল ইসলাম ৪৩ রান করেন।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন সুমন খান, এনামুল হক ও হুসনে হাবিব।
২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের পথেই ছিল গাজী গ্রুপ। তবে লক্ষ্যে পৌঁছাতে পারেনি শেষ পর্যন্ত আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পড়ে ৮ বল বাকি থাকতে ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে পড়ে গাজী গ্রুপ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন অধিনায়ক আকবর আলি। তার সেঞ্চুরি মিসের আক্ষেপের সাথে দলও জয় থেকে বঞ্চিত হয়। ৮২ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি আরেক ব্যাটার এনামুল হক।
রূপগঞ্জের হয়ে মাত্র ৩৫ রান খরচায় ৫ উইকেট নেন আলাউদ্দিন বাবু। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও এটি। নাঈম হাসান লাভ করেন ২ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post