স্পোর্টস ডেস্ক:: বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে চিটাগাং কিংস। পারিশ্রমিক নিয়ে নানা নাটক করা দলটিই ফাইনালে শিরোপার জন্য লড়াই করবে তারকায় ঠাসা দল ফরচুন বরিশালের বিপক্ষে। শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটে হবে এবারের বিপিএলের ফাইনাল।
রুদ্ধশ্বাস দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়েছে চিটাগাং কিংস। খুলনার মুশফিকের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে এক্সট্রা কাভারের ওপর দিয়ে দুর্দান্ত এক বাউন্ডারি মেরে চিটাগাংকে ফাইনালে তুলেন আলিস আল ইসলাম। আগে ব্যাট করা খুলনা টাইগার্স শিমরণ হেটমায়ারের ব্যাটে ছয় উইকেটে ১৬৩ রান তুলেছিলো। নাফার হাফ সেঞ্চুরির পর আলিসের ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসেই চিটাগাংয়ের ফাইনাল নিশ্চিত হয়ে যায় ৮ উইকেট হারিয়ে।
টস হেরে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স হতাশায় শুরু করে। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানো দলটি দলীয় ৪২ রানেই হারায় চতুর্থ উইকেট। চতুর্থ উইকেটে হেটমায়ার ও অঙ্কনের ৭৩ রানের জুটিতে খুলনা তুলে ৬ উইকেটে ১৬৩ রান। ছয় চার ও চার ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন হেটমায়ার। ৩২ বলে ৪১ রান করেছেন অঙ্কন। ১৯ রান এসেছে ওপেনার নাইমের ব্যাট থেকে।
চিটাগাং কিংসের হয়ে বিনুরাফার্নান্দো ২টি উইকেট লাভ করেন।
ফাইনালে উঠার লড়াইয়ে ১৬৪ রানের টার্গেটে ব্যাট করতে নামা চিটাগাং কিংস ওপেনার খাজা নাফার হাফ সেঞ্চুরির সঙ্গে শেষ দিকে আলিসের ঝড়ো ব্যাটে ২ উইকেটের জয় নিশ্চিত করে। তিন ছক্কা ও চার চারে ৪৬ বলে ৫৭ রান করেছেন নাফা। পাঁচ চার ও এক ছক্কায় ২৫ বলে ৪০ রান করেছেন হোসাইন তালাত। ৭ বলে ১৭ রানে আলিস ও ১৩ বলে ১৮ রানে আরাফাত সানি অপরাজিত থাকেন।
খুলনার হয়ে হাসান মাহমুদ ও মুশফিক হাসান তিনটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০