স্পোর্টস ডেস্ক:: সৌদীর প্রো লিগের নিয়ম অনুযায়ী একটি ক্লাব সর্বোচ্চ ৮জন ফুটবলার রেজিষ্ট্রেশন করাতে পারবে। আল হিলালে আছেন নয়জন বিদেশী ফুটবলার। ইনজুরিতে থাকা নেইমার আর সবশেষ দলটিতে আসা রেনান লোদীর মধ্যে চলছে তীব্র লড়াই।
আগামি জানুয়ারির আগে নেইমারের পুরোপুরি ফিট হওয়ার সম্ভাবনা নেই। আল হিলালের কোচ হোর্হে জেসুসও দ্রুত নেইমারের দলে যোগ দেওয়া নিয়ে সন্দিহান। অপর দিকে ক্লাবটিকে ৯ সেপ্টেম্বরের মধ্যে ৮ জনের তালিকা চূড়ান্ত করতে হবে।
নেইমার সুস্থ হতে হতে অর্ধেক মৌসুম চলে যাবে। মধ্যবিরতি চলে আসবে। এমন অবস্থায় নেইমার দলে জায়গা হারাতে পারেন। তাকে যেহেতু পুরো মৌসুম পাওয়া যাবে না, তাই নয় নম্বর খেলোয়াড় হিসেবে রেনান লোদীকে রেজিষ্ট্রেশন করাতে যাচ্ছে আল হিলাল। ফলে আপাতত স্কোয়াড থেকে বাদ পড়ছেন নেইমার জুনিয়র।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘রেকর্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারির আগে নেইমারের ফেরার সম্ভাবনা নেই। হিলালের কোচ নাকি ৩২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সতর্ক থাকতে চান।
স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ার মূল কারণ প্রত্যাশার চেয়ে ধীরগতিতে সেরে ওঠা। আল হিলাল কোচ হোর্হে জেসুস নাকি নভেম্বরের আগে নেইমারের দলের অনুশীলনে ফেরার সম্ভাবনা দেখেন না। সে হিসেবে ডিসেম্বরে শীতকালীন বিরতিতে যাওয়ার আগে নেইমারের এক দুই ম্যাচ পাওয়ার যেতে পারে। এমন অবস্থায় নয় নম্বর খেলোয়াড় হিসেবে পর্তুগিজ কোচ নেইমারকে চাচ্ছেন না।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০