স্পোর্টস ডেস্কঃ আসছে ৩১ ডিসেম্বর ফুরিয়ে আসছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের মেয়াদ। এই দুজনের সাথে নতুন করে চুক্তিতে যাবে কি না বোর্ড, সেই ব্যাপারে এখন আলোচনা চলছে। গুঞ্জন রয়েছে, পরিবর্তন আসতে পারে নির্বাচক প্যানেলে।
এদিকে সুযোগ পেলে, জাতীয় দলের নির্বাচক হতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমে ইতিমধ্যেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন এক সময়ের তারকা ক্রিকেটার। নির্বাচক হিসেবে আশরাফুলের সুযোগ থাকবে কি না, সেই প্রশ্ন ছুঁড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের কাছে।
এই প্রসঙ্গে পাপন জানিয়েছেন, নির্বাচক নিয়োগ একটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। একটি কমিটি কিছু নাম প্রস্তাব করে। সেখান থেকে বোর্ড আলোচনা করে নির্বাচক প্যানেল দেয়। সেখানে যে কেউই ইচ্ছা প্রকাশ করতে পারে।
পাপন বলেন, ‘আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রস্তাব করবে। ওনারা দেখবে কারা কারা আগ্রহী এবং ওদের প্রেপারড। ওটা নিয়ে বোর্ডে পেশ করে ওখান থেকে সিলেক্ট করা হবে। আসলে কে হবে বা হবে না এই মুহূর্তে বলা কঠিন। তবে কারোর যদি ইচ্ছা থাকে সে প্রকাশ করতে পারে কোনো সমস্যা নেই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post