স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। আজ সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে ৫১ হেরেছে সাইফ হাসানের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২১১ রানে অলআউট হয়ে যায় ভারত। জবাব দিতে নেমে ১৬০ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নামেন নাঈম শেখ ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়েন ৭০ রানের উদ্বোধনী জুটি। এ সময় নাঈম ৩৮ রান করে আউট হন মানভ সুথার বলে। ৪০ বলে তার ইনিংসে ছিল ৬টি চারের মার। দলীয় ৯৪ রানের মাথায় আউট হন তামিম। ৫৬ বলে তিনি করেন ৫১ রান।
রোববার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামবে ভারত। আজ দিনের আরেক সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বাংলাদেশ আজ ৬৭ রানের ব্যবধানে হারিয়ে ফেলে ৯ উইকেট। মাহমুদুল হাসান জয়-সাইফ হাসান জুটি গড়ার আভাস দিয়েছিলেন। ২২ রানে সাইফ ফেরায় সেটিও আর হয়ে ওঠেনি। তবে জয় একাই লড়ছিলেন।
উইকেটের মিছিলে নবম ব্যাটসম্যান হিসেবে ২০ রানে জয় ফিরলে ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যায় বাংলাদেশের। সৌম্য সরকার (৫), আকবর আলী (২), মাহমুদুল জয় (২০) ও শেখ মেহেদী (১২) একে একে সাজঘরে ফেরেন। ৩২.২ ওভারেই থমকে যায় ইমার্জিং টাইগারদের ইনিংস। ভারতের নিসিথ সিধু ৮ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২০ রান দিয়ে নেন ৫ উইকেট। অন্য স্পিনার মানব সুথার নেন ৩ উইকেট।
এর আগে ম্যাচের শুরুটা বেশ ভালো করে বাংলাদেশ দল। অষ্টম ওভারে ব্রেক থ্রু দেন তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারের বলে অনেকটা লাফিয়ে দারুণ ক্যাচে সাই সুদর্শনকে ফেরান আকবর আলি। এরপর দ্রুত ফিরতে পারতেন ভারতের ব্যাটার নিকিন জোস। চতুর্দশ ওভারে রকিবুল হাসানের টার্নে পরাস্ত হন তিনি। ক্ষিপ্রতায় বেলস ফেলে দেন কিপার আকবর।
জোসের সিদ্ধান্ত নিতে লম্বা সময় ধরে রিপ্লে দেখেন আম্পায়ার। প্রথমে আউটের লাল বাতি জ্বালান থার্ড আম্পায়ার। তবে ব্যাটসম্যানকে তখনই মাঠ ছাড়তে দেননি মাঠের আম্পায়াররা। কিছুক্ষণ পর অবাক করে দিয়ে জ্বলে ওঠে সবুজ বাতি। আম্পয়ারের বদৌলতে জীবন পাওয়া জোস আউট হন ১৯ রানে! ৬৩ বলে ৩৪ রান করা অভিষেক ফিরেন রকিবুলের স্পিন ভেল্কিতে। টিকতে পারেন নি নিশান্ত সিন্ধুও।
এরপর রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, রানাদের বেশিক্ষণ টিকতে দেননি তানজিম, মেহেদিরা। দেড়শর আগে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। অষ্টম উইকেটে মানাভকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেন ইয়াশ ধুল। তিনি শেষ পর্যন্ত ৬ চারে খেলেন ৮৫ বলে ৬৬ রানের ইনিংস। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রাকিবুল, মেহেদি এবং সাকিব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post