নিজস্ব প্রতিবেদকঃ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে গেল আসরে প্রথমবারের মতো খেলতে এসেই বাজিমাত করেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বে নিজেদের প্রথম আসরেই খেলেছে ফাইনাল।
যদিও শেষ পর্যন্ত আর চ্যাম্পিয়ন হতে পারেনি দলটি। তবে টুর্নামেন্টজুড়েই অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে স্ট্রাইকার্সরা। মাঠের বাইরের কর্মকাণ্ডেও সারা ফেলেছে আলাদাভাবে। মানবিক কার্যক্রমেও ছিল দারুণ সিলেট স্ট্রাইকার্স। সব মিলিয়ে একটি যথাযথ ফ্র্যাঞ্চাইজির বৈশিষ্ট্যই ফুটে উঠেছিল।
আরও একটি বিপিএল আসন্ন। আগামী জানুয়ারিতে হবে বিপিএলের আসর। তবে এর অনেক আগেই হয়ে যাবে প্লেয়ার্স ড্রাফট। দল গোছাতে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলো বিদেশি ও দেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ করছে। কেউ কেউ ক্রিকেটারদের সাথে চুক্তির ঘোষণাও দিয়েছে।
এবার প্রথম কোনো সংবাদ দিল সিলেট স্ট্রাইকার্স। দলটি নিজেদের সরাসরি চুক্তি বা আইকন ক্যাটাগরিতে মাশরাফী বিন মোর্ত্তাজাকেই ধরে রেখেছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবারও সিলেটকে নেতৃত্ব দেবেন বিপিএলে। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় এমনই ইঙ্গিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গেল বছরে অধিনায়ক মাশরাফীকে নিয়ে বানানো ভিডিও পুনরায় শেয়ার দিয়ে, ক্যাপশনে সিলেটের ভাষায় ফ্র্যাঞ্চাইজিটি লেখে, ‘ইবারো আমরার ক্যাপ্টেন মাঠো নামবা আমরার অইয়া। আমরার লগে তাখওইন।’
মাশরাফী এই দলের অধিনায়কই নন শুধুমাত্র। তিনি এই দলের মূল পরিকল্পনাকারী। কোচ, ক্রিকেটারসহ অন্যান্য সবই মাশরাফী নিজের মতো করে দলকে সাজান। ফ্র্যাঞ্চাইজি মালিক কর্তৃপক্ষই মূলত তাকে সেই স্বাধীনতা দিয়েছে বলে নানা সময়ে জানা গেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post