স্পোর্টস ডেস্কঃ আইপিএলের চলতি আসরে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস। পাঞ্জাব কিংসের বিপক্ষে আয়েশি জয় পেয়েছে তারা। ২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ ওভারেই বিনা উইকেটে ১০০ রান তোলার পরও হঠাৎ ছন্দপতনে হেরে গেছে পাঞ্জাব। অন্যদিকে এই ম্যাচে লখনৌর মায়াঙ্ক যাদব দেখিয়েছেন দ্যুতি।
২১ বছর বয়সী এই ডানহাতি পেসার এই ম্যাচ দিয়েই আইপিএলে নিজে প্রথমবার খেলতে নামেন। আর নেমেই গতিতে রীতিমতো ভড়কে দিয়েছেন শিখর ধাওয়ান–জনি বেয়ারস্টোদের। গড়েছেন এবারের আসরের সবচেয়ে গতিময় বলের রেকর্ড। নিয়েছেন উইকেটও। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মায়াঙ্কই। অচেনা একজন হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচেই যিনি নিজেকে চিনিয়েছেন গতিময় বোলার হিসেবে।
২০০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু পায় পাঞ্জাব। কোনো উইকেট না হারিয়েই মাত্র ১০.২ ওভারেই ১০০ রান পূর্ণ করে সহজ জয়ের পথেই হাঁটছিল তারা। কিন্তু ২৯ বলে ৪২ রান করে জনি বেয়ারস্টোর বিদায়ের পরেই ঘটে ছন্দপতন। ৩টি করে চার ও ছয়ে এই রান করেন ইংলিশ তারকা। ওয়ান ডাউনে নেমে প্রাভসিমরান সিং ঝড় শুরু করলেও টেকেননি। ৭ বলে ১৯ রান করেই তিনি বিদায় নেন। তাকে ও জিতেশ শর্মাকে (৬) নিজের স্পেলের পরপর দুই ওভারে ফেরান মায়াঙ্ক।
এদিন অর্ধশতক হাঁকালেও প্রয়োজনীয় গতিতে রান তুলতে পারেননি শিখর। পাঞ্জায়ের ইনিংসের প্রায় অর্ধেক বল তিনিই খেলেন। ৫০ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭০ রান করে মহসিন খানের শিকারে পরিণত হন তিনি। স্যাম ক্যারানও মুখোমুখি হওয়া প্রথম বলেই বিদায় নেন। শেষ ওভারে নাভিন হককে ২টি ছক্কা ও ১টি আর মারেন লিয়াম লিভিংস্টোন। লখনৌয়ের পক্ষে মায়াঙ্ক যাদব ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মহসিন খান ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে কুইন্টন ডি ককের অর্ধশতক এবং নিকলাস পুরান-ক্রুনাল পান্ডিয়ার ঝড়ো চল্লিশোর্ধ্ব রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে লখনৌ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post