স্পোর্টস ডেস্ক:: ইতালি জাতীয় দলের স্ট্রাইকার দুই মেয়েসহ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সিরি আ’ লিগের ক্লাব লাৎসি ও ইতালি জাতীয় দলের স্ট্রাইকার চিরো ইমোবিল এই সড়ক দূর্ঘটনার শিকার হয়েছেন। রোমের স্টাডিও অলিম্পিকোর কাছে তাকে বহনকারী গাড়ীর সঙ্গে আরেকটি গাড়ীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লাৎসি ক্লাব দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তাদের স্ট্রাইকারের স্পাইনাল কর্ড মচকে গেছে এবং পাঁজরের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় তার সঙ্গে তার দুই মেয়েও ছিলেন। তারাও আহত হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘লাৎসিওর মেডিকেল বিভাগের সদস্যরা নিশ্চিত করেছেন, একটি গাড়ী দূর্ঘটনায় চিরো ইমোবিলের স্পাইনাল কর্ড মচকে গেছে এবং তিনি পাঁজরের ১১তম হাড়ে একাধিক চোটগ্রস্ত হয়েছেন। তিনি রোমের অগাস্টিনো গেমেলি আইআরসিসিএস পলিটেকনিকের প্রফেসর ফ্রান্সেসকো ফ্রান্সেশ্চির পর্যবেক্ষণে আছেন।’
ইতালিয়ান গণমাধ্যম ইতালি২৪ এক প্রতিবেদনে জানিয়েছেন, দূর্ঘটনাটি ঘটেছে রোমে। সেখানে থেকে লাৎসিও’র হোম গ্রাউন্ড মাত্র ৫ মিনিট দূরত্বের পথ। তারা জানিয়েছে, দূর্ঘটনার সময় চিরো ইমোবিলের সঙ্গে তার দুই মেয়েও ছিলেন। তবে তারা খুব বেশি আঘাত প্রাপ্ত হননি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post