স্পোর্টস ডেস্ক:: ভারতের যুবরাজ সিং, ক্যারিবিয়ান কাইরন পোলার্ডের পাশে নিজের নাম লেখালেন নেপালের তরুণ ক্রিকেটার দিপেন্দ্র সিং। এক ওভারের ছয় বলে ছয় ছক্কা মেরেছেন তিনি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রতিটি বলে ছক্কার রেকর্ড গড়েছেন নেপালী এই ক্রিকেটার।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মেন্স প্রিমিয়ার কাপ ক্রিকেটে এই রেকর্ড গড়েছেন দিপেন্দ্র। ওমানের বিপক্ষে তাদের মাটিতেই যুবরাজ-পোলার্ডদের পাশে নিজেকে তুললেন তিনি। ওমানের আল এমিরেট ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক দলের বোলার কামরান খানকে এক দুঃস্বপ্নের ওভার উপহার দিয়েছেন দিপেন্দ্র।
ইনিংসের একেবারে শেষ ওভারটিতেই এমন রেকর্ড গড়েছেন নেপালী তরুণ। বোলার কামরান নিজেকে দুর্ভাগা ভাবতে পারেন। কারণ ইনিংসের শেষ ওভার তার করার কথা ছিলো না। সতীর্থ পেসার আমির ফারুক নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করার পর মাঠ ছেড়ে উঠে যান। তার ওভার শেষ করার জন্য ১৮তম ওভারে মিডিয়াম পেসার কামরান বোলিংয়ে আসেন। এর আগে ৩৩ টি-টোয়েন্টিতে মাত্র ২ ইনিংসে বোলিং করেছেন। মূলত তিনি ব্যাটার।
আমির ফারুক বোলিং না করায় শেষ ওভারটি করতে হয়েছিলো কামরান। তাতেই ছয় ছক্কা হজম করেছেন তিনি। ১৫ বলে ২৮ রান তুলে দিপেন্দ্র তখন মারমুখী ভূমিকায়। নেপালের রান ৭ উইকেটে ১৭৪। শেষ ওভারে ৩৬ রান যোগ হওয়ায় স্কোর একলাফে পৌঁছে যায় ২১০-এ। ২১ বলে ৭ ছয় ও ৩ চারে দিপেন্দ্রর রান ৬৪।
এর আগে ভারতের যুবরাজ সিং ২০০৭ টি-২০ বিশ্বকাপে ডারবানে স্টুয়ার্ট ব্রডের বিপক্ষে ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন। তিনিই প্রথমবার ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়েন। এরপর ২০২১ সালে শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়াকে ৬ বলে ৬ ছক্কা হাঁকান কাইরন পোলার্ড। এবার ওমানের কামরানকে নেপালের দিপেন্দ্রও হাঁকালেন প্রত্যেক বলেই ছক্কা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post