স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শেষ মূহুর্তে দাঁড়িয়ে। আর সেখানে তারকা বিদেশি ক্রিকেটাররা আসছেন খেলতে। চলমান আসরে শেষের দিকে এসে একেক তারকার খবর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার তাই নতুন ক্রিকেটার আসার গুঞ্জন বিপিএলে।
ইংল্যান্ডের তারকা পেসার রিচি টপলি আসছেন বিপিএল মাতাতে। রংপুর রাইডার্সের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত এই বাঁহাতির। খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন তিনি। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি রাইডার্সরা। ধারণা করা হচ্ছে নকআউট পর্ব থেকে মাঠ মাতাবেন তিনি।
এখন পর্যন্ত ২২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রিচি টপলি। ২২ ইনিংসেই বল করে শিকার করেছেন ২২ উইকেট। ইকোনোমি রেট ৮.৩০। ২২ রান খরচায় ৩ উইকেট ক্যারিয়ার সেরা বোলিং ফিগার এই ২৮ বছর বয়সী ক্রিকেটারের।
এর বাইরে ১৩৯টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন টপলি। ১৩৫ ইনিংসে বল করে শিকার করেছেন ১৭৮ উইকেট। ২০ রান খরচায় ৪ উইকেট শিকার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ক্যারিয়ারে পাঁচ বার নিয়েছেন ৪ উইকেট। ইকোনোমি রেট ৮.২০।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post