স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষেও হারল ইংল্যান্ড। টানা হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার ৩৩ রানে হেরেছে জস বাটলারের দল। আহমেদাবাদে আগে ব্যাট করতে নেমে ২৮৬ রান করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। রান তাড়ায় ২৫৩ রানে শেষ হয়ে যায় ইংলিশদের ইনিংস।
২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। মিচেল স্টার্কের বলে ইংলিসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। পঞ্চম ওভারে অভিজ্ঞ জো রুটকেও ফেরান স্টার্ক। বাঁহাতি পেসারের তোপে দলীয় ১৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড।
এরপর ডেভিড মালান ও বেন স্টোকস তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রানের জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন। অবশ্য নিজের অর্ধশতক পূরণ করে প্যাট কামিন্সের শিকারে পরিণত হন মালান। জস বাটলারও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র এক রান করে জাম্পার শিকারে পরিণত হন। মালানের ব্যাট থেকে আসে ৬৪ বলে ৫০ রান। ১ ছক্কা ও ৪ চারে এই ইনিংস সাজান তিন।
এরপর মঈন আলীকে সঙ্গে নিয়ে বেন স্টোকস বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি এই বাঁহাতি এই ব্যাটার। ৯০ বলে ৬৪ রানে আউট হন স্টোকস। ২ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। লিয়াম লিভিংস্টোনও নিজের সুবিচার করতে পারেন নি। ৫ বলে ২ রান করে কামিন্সের বলে আউট হন তিনি। মঈন আলী ৪৩ রান করে ধরা পড়েন। এরপর ডেভিড উইলিও ফেরেন। ক্রিস ওকস শেষ দিকে ৩৩ বলে ৩২ রান করলেও সেটি জয় এনে দিতে পারেনি। অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৩টি এবং জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ২টি করে উইকেট নেন।
এর আগে আহমেদাবাদে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৩ বল বাকি থাকতে। স্কোর বোর্ডে জমা করে ২৮৬ রান। দুর্দান্ত ফিফটি তুলে নেন মার্নাস লাবুশেন। দলের আর কেউ ফিফটি কিংবা সেঞ্চুরির দেখা না পেলেও মিডল অর্ডারের বেশকিছু ক্যামিও ইনিংসে ভর করে ইংল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দেয় অজিরা। ক্রিস ওকসের শিকার বনে দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান অস্ট্রেলিয়ার দুই ওপেনার।
ট্রাভিস হেড ১১ ও ডেভিড ওয়ার্নার ১৫ রান করেন। তৃতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও লাবুশেন। ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে আদিল রশিদের বলে আউট হন স্মিথ। তবে ৬৩ বলে নিজের দশম ফিফটি তুলে নেন লাবুশেন। ৭ চারে ৮৩ বলে ৭১ রান করে ফেরেন তিনি। একাদশে আসা ক্যামেরুন গ্রিন করেন সুযোগের সদ্ব্যবহার। ৫২ বলে ৫ চারে করেন ৪৭ রান।
এরপর মার্কাস স্টয়নিসের ৩৫ আর অ্যাডাম জাম্পার ১৯ বলে ২৯ রানে স্কোরবোর্ডে এই পুঁজি দাঁড় করায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস ওকস শিকার করেন ৪টি উইকেট। এছাড়া আদিল রশিদ ও মার্ক উড ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান লিয়াম লিভিংস্টোন ও ডেভিড উইলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post