স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বেশ ভালোই প্রস্তুুতি সারলো রোহিত শর্মার ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী ইংল্যান্ডকে হােয়াইটওয়াশ করেছে স্বাগতিকরা। শুভমান গিলের সেঞ্চুরিতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ১৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।
আহমেদবাদে আগে ব্যাট করা ভারত গিলের সেঞ্চুরিতে ৩৫৬ রানের বিশাল পূঁজি পেয়েছিলো। জবাবে ব্যাট করতে নামা ইংল্যান্ড ভারতীয়দের বোলিং তোপে ২১৪ রানেই গুটিয়ে যায়।
টস হেরে ব্যাট করতে নামা ভারত গিলের সেঞ্চুরি, বিরাট কোহলি ও শ্রেয়ার্স আয়ারের হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ওভারে অলআউট হয় ৩৫৬ রানে। ওপেনার শুভমান গিল ১০২ বলে ১১২ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন। ১৪ চারের সঙ্গে ৩ ছক্কার মার ছিলো তার ব্যাটে। তিনে নামা বিরাট কোহলি ৫২ রান করেছেন। ৫৫ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও এক ছক্কায়। শ্রেয়ার্স আয়ার খেলেছেন ৭৮ রানের দারুণ এক ইনিংস। আট চার ও দুই ছক্কা হাঁকিয়েছেন ৬৪ বলে। এছাড়াও ৪০ রান করেছেন লুকেশ রাহুল।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ চারটি ও মার্ক উড দু’টি করে উইকেট লাভ করেন।
৩৫৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা ইংল্যান্ড ভারতীয়দের বোলিং তোপে ৩৪.২ ওভারে ২১৪ রানেই অলআউট হয়ে যায়। ৪০’র কোটাও ছুঁতে পারেননি কেউ। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করে সংগ্রহ করেছেন টম বেনটন ও অ্যাটকিনসন। ৩৪ রান করেছেন বেন ডকেট। ২৩ রান করেছেন ফিল সল্ট। ২৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে।
ভারতের হয়ে অর্শ্বদ্বীপ, হার্তিশ রানা, অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া দু’টি করে উইকেট লাভ করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০